Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমদাদুল হক মিলনের নতুন নাটক বলো তারে

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ইমদাদুল হক মিলনের রচনায় ও চয়নিকা চৌধুরীর নির্দেশনায় নির্মিত হয়েছে নাটক ‘বলো তারে’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জোভান ও সাফা কবির। চয়নিকা চৌধুরী বলেন, ‘মিলন ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে, তিনি আমাকে খুব চমৎকার গল্পের একটি স্ক্রিপ্ট দিয়েছেন। বলো তারে নাটকটি ভালোবাসার নাটক। যাতে টেনশন আছে, আছে প্রেম। হৃদয়স্পর্শী এই গল্পের নাটকটি আশা করি শ্রোতারা উপভোগ করবেন।’ নাটকে জোভান অভিনয় করছেন আসিফ চরিত্রে এবং সাফা অভিনয় করছেন অর্পা চরিত্রে। নাটকের গল্পে সাফা’র বাবা চরিত্রে অভিনয় করছেন আজম খান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সাফা বলেন, ‘চয়নিকা দিদির নির্দেশনায় কাজ করার ইচ্ছে ছিল মিডিয়াতে কাজ করার শুরু থেকেই। অবশেষে আমার সেই ইচ্ছে পূরণে তিনিই সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। দিদিও নির্দেশনায় কাজ করতে পেরে ভীষণ আনন্দিত আমি। খুব ভালো একটি স্ক্রিপ্টের নাটক এটি। আমি আর জোভান খুব ভালোলাগা নিয়ে কাজটি করছি। ’ জোভান বলেন,‘ দিদির নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি খুব যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। অভিনয়ে বলা যায় আমি নতুনই। আমাকে তিনি বেশ আন্তরিকতার সাথেই অভিনয় সম্পর্কে ধারণাও দিয়েছেন যা আমার কাজে লাগার মতোই। নতুন নাটকটির গল্প আমার কাছে অনেক ভালোলেগেছে।’ ‘বলো তারে’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানলে প্রচার হবে। এর আগে জোভান চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘নতুন ভোরে দেখা’ নাটকে অভিনয় করেছিলেন। এটি গত ৩০ সেপ্টেম্বর এটিএন বাংলায় প্রচার হয়। তবে চয়নিকা চৌধুরীর নির্দেশনায় এবারই প্রথম সাফা নাটকে অভিনয় করছেন। ‘বলো তারে’ নাটকটির শুটিং শুরু হয়েছে ১৬ অক্টোবর রাজধানীর উত্তরায় অভিনেত্রী রিচির শুটিং হাউজে। এর আগে সাফা ও জোভান একক নাটক ও ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। ‘বলো তারে’ তাদের অভিনীত চতুর্থ নাটক।



 

Show all comments
  • Monir ৬ জুন, ২০১৮, ১০:২৭ পিএম says : 0
    এখানে আপনি আপনার মন্তব্য করতে পারেন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমদাদুল হক মিলনের নতুন নাটক বলো তারে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ