Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৪তম একক অ্যালবাম নিয়ে আসছেন রিজিয়া পারভীন

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: এখন পর্যন্ত ২৩টি একক অ্যালবাম বাজারে আছে শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী রিজিয়া পারভীনের। এবার ২৪তম একক অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন। ইতোমধ্যে নতুন অ্যালবামের আটটি গানের কাজ শেষ করেছেন তিনি। আর দুটি গানের কাজ শেষ হলে আগামী বছরের ভালোবাসা দিবসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন। এদিকে ২৫ অক্টোবর রিজিয়া পারভীন ইতালি ও লন্ডনের উদ্দেশে দেশ ছাড়বেন। ইতালি ও লন্ডনে স্টেজ শো শেষে তিনি বেড়াতে যাবেন আমেরিকায়। এরপর দেশে ফিরবেন তিনি। উল্লেখ্য, রিজিয়া পারভীনের প্রথম একক অ্যালবাম ছিল ‘প্রেম’। এরপর ‘চোখের মায়া’, ‘অনন্ত ভালোবাসা’সহ আরো বিশটি অ্যালবাম প্রকাশিত হয়। সর্বশেষ দুই বছর আগে তার প্রথম রবীন্দ্র সঙ্গীতের অ্যালবাম ‘শুধু তোমার জন্য’ বাজারে আসে। গান গাওয়া প্রসঙ্গে রিজিয়া পারভীন বলেন, ‘সিনেমার গানে কিংবা অ্যালবামের গানে কণ্ঠদিতে সবসময়ই ভালোলাগে আমার। তবে এটা সত্য যে, স্টেজ শোতে গাইতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণে স্টেজ শো’তে দর্শকের কাছ থেকে সরাসরি সাড়া পাওয়া যায়।’ প্রয়াত আজহারুল ইসলাম খানের ‘তালাক’ সিনেমাতে প্রথম প্লে-ব্যাক করেন রিজিয়া পারভীন। শেখ নজরুল ইসলাম পরিচালিত ‘চাঁদের আলো’ সিনেমাতে ‘তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো’, ‘প্রেমের নামে মিথ্যে বলোনা, সত্যি কথা গোপন করোনা’ এসব গান গেয়ে প্লে-ব্যাক সিঙ্গার হিসেবে বেশ জনপ্রিয়তা পান। এরপর সিদ্দিক জামাল নান্টুর ‘ভাংচুর’ সিনেমার ‘সবার জীবনে প্রেম আসে, তাইতো সবাই ভালোবাসে’, মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় ‘আকাশে যে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’, শিবলী সাদিকের ‘অন্তরে অন্তরে’ সিনেমায় ‘ও হিরো ও হিরো আই লাভ ইউ’সহ বহু চলচ্চিত্রে অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দেন। এখন পর্যন্ত চলচ্চিত্রে তিনি প্রায় তেরোশ’ গান গেয়েছেন। কিশোরগঞ্জের মেয়ে রিজিয়া পারভীন বড় হয়েছেন রাজশাহীতে। বাবা মরহুম আব্দুল হাসিদের কাছেই তার গানে হাতেখড়ি। চার বোন দুই ভাইয়ের মধ্যে তিনিই সবার ছোট। রিজিয়া পারভীনের একমাত্র সন্তান প্রতীক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ২৪তম একক অ্যালবাম নিয়ে আসছেন রিজিয়া পারভীন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ