Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনুষ্ঠিত হলো ডবিউপিপিবি আন্তর্জাতিক এক্সপো ২০১৬

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে অনুষ্ঠিত হলো বাংলাদেশের সবচাইতে বড় ওয়েডিং ফটোগ্রাফিবিষয়ক আয়োজন পেপার ওয়ার্ল্ড প্রেজেন্টস ডবিøউপিপিবি আন্তর্জাতিক কনফারেন্স, কম্পিটিশন এবং এক্সপো ২০১৬। গত বছরের সফল আয়োজনের পর এ বছরের আয়োজন আরো বেশি আকর্ষণীয় এবং আন্তর্জাতিকমানের। উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান নূর। “কল ফর এন্ট্রি” পদ্ধতিতে আমরা প্রদর্শনীর জন্য ছবি চেয়েছিলাম ফেসবুকের মাধ্যমে। এবারের প্রদর্শনীর থিমগুলোর মধ্যে ছিল ‘ব্রাইড অ্যান্ড গ্রæম টুগেদার’, ‘ব্রাইড অ্যান্ড গ্রæম সিঙ্গেল', ‘সেরেমোনি’, ‘ডিটেইল’, ‘ক্রিয়েটিভ’, ‘মোমেন্ট’, ‘প্রি-শুট’, ‘এনগেজমেন্ট’, ‘গেটিং রেডি’, ‘ফ্যাশন পোর্ট্রেট’ ও ‘চিলড্রেন’। সারাদেশ থেকে ৫৬৭ অংশগ্রহণকারীর কাছ থেকে ছয় হাজারেরও বেশি জমা পড়া আলোকচিত্রের মধ্য থেকে বাছাইকৃত ২০০টি ছবি দিয়ে সাজানো হয় এই প্রদর্শনী। এছাড়া ‘ডিজিটাল শপ’, ‘সনি’, ‘ক্যামেরা জোন’, ‘এসএস ক্যামেরা’-এর মতো দেশি-বিদেশি নানা প্রতিষ্ঠানের স্টল ছিল এক্সপোতে। গতবারের আয়োজনে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয় ক্যামেরার কবি নাসির আলী মামুনকে। এবার ডবিøউপিপিবি-এর পক্ষ থেকে এই পদক দেয়া হয় প্রবীণ আলোকচিত্রী রফিকুল ইসলামকে। এছাড়াও আয়োজনে ছিল একটি প্রকাশনাও যেখানে প্রবীণ ও নবীন আলোকচিত্রীদের লেখা ও অভিজ্ঞতার বর্ণনা রয়েছে বিশদ আকারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠিত হলো ডবিøউপিপিবি আন্তর্জাতিক এক্সপো ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ