অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছেন ইংল্যান্ডের জো রুট ও মালান। ম্যাচটিতে আজ অস্ট্রেলিয়াকে আজ তৃতীয় দিন ৪২৫ রানে অলআউট করে ইংল্যান্ড। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংলিশরা। আজ তৃতীয়দিন শেষে ২ উইকেট হারিয়ে ২২০ রান করে দিন শেষ করেছে তারা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে অলআউট হয় তারা। ফলে তৃতীয়দিন শেষে এখনো ৫৮ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে আছে আটটি উইকেট।
ম্যাচটির প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রানে আউট হওয়ার পর ও অস্ট্রেলিয়া ৪২৫ রান করার পর হারের শঙ্কায় পরে যায় ইংলিশরা। তবে অধিনায়ক জো রুট ও ডেভিড মালান মিলে এখন তাদের আশার আলো দেখাচ্ছেন। দিন শেষে মালান ৮০ ও জো রুট ৮৬ রানে অপরাজিত আছেন। এর আগে ইনিংসের শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। মাত্র ২৩ রানের সময় ররি বার্নস ১৩ রান করে প্যাট কামিন্সের বলে ক্যাচ আউট হন। এরপর হাসিব হামিদ দলীয় ৬২ রানের সময় মিচেল স্টার্কের বলে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ধরা পরেন। এরপরই দলের হাল ধরেন রুট-মালান।