Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড গড়লেন রুট

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২১, ১২:৫১ পিএম | আপডেট : ১২:৫৫ পিএম, ১০ ডিসেম্বর, ২০২১
অ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচে নিজেদের দ্বিতীয় ম্যাচের চতুর্থদিন ব্যাট করছে ইংল্যান্ড।  ম্যাচটিতে অস্ট্রেলিয়াকে আজ তাদের প্রথম ইনিংসে ৪২৫ রানে অলআউট করে দিয়ে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। 
 
আর দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের হয়ে জো রুট ও ডেভিড মালান হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন । এ রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ২০৩ রান করেছে ইংল্যান্ড। রুট ৭৮ ও মালান ৭২ রান করে অপরাজিত ছিলেন।
 
ম্যাচটিতে জো রুট যখন ২৭ রান করেন তখনই ভেঙে  ফেলেন ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে এক বছর সর্বোচ্চ রান করার রেকর্ড। ২০০২ সালে সাবেক অধিনায়ক মাইকেল ভন এক বছরে ১৪৮১ রান করেন। ছয়টি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরির মাধ্যমে তিনি এ রান করেছিলেন। জো রুট যেটি ২৭ রান করেই টপকে যান। এখন তিনি তার রানের সংখ্যা বাড়িয়ে নিচ্ছেন। 
 
রুট এ বছর এখন পর্যন্ত ছয়টি সেঞ্চুরি ও দুটি ডাবল সেঞ্চুরি করেছেন। আজও অজিদের বিপক্ষে এগিয়ে চলছেন আরেকটি সেঞ্চুরির দিকে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ