Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরায় ২১ মামলায় অভিযুক্ত ২৫ শিশুর মুক্তি

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১১:১০ পিএম

মাগুরায় প্রবেশান আইনের আওতায় ২১টি মামলায় অভিযুক্ত ২৫ টি শিশুকে শর্ত সাপেক্ষে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাস বৃহস্পতিবার প্রচলিত কাঠগড়া ও বিচার কক্ষের পরিবর্তে মাগুরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অভিযুক্ত শিশুদের উপস্থিত করে জেলার ২৭৩ টি মামলার মধ্যে ২১টি শিশু অপরাধের মামলা নিষ্পত্তি করেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচার কার্যে সহযোগিতা করেন সরকার পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক, মাগুরার প্রবেশন অফিসার শেখ রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট মামলার আইনজীবীগণ।

উল্লেখিত মামলা সমূহে অভিযুক্ত শিশুরা এক বছরের মধ্যে নতুন কোনো অপরাধ কাজে জড়িত হবে না মর্মে স্বীকারোক্তি ও মুচলেকা সাপেক্ষে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানিয়েছেন শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের আইনজীবী আবদুর রাজ্জাক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ