মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হোয়াটসঅ্যাপ গত নভেম্বরে ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস’ নামে একটি ফিচার চালু করে। যার মাধ্যমে এক সপ্তাহ পর স্বয়ংক্রিয়ভাবে চ্যাট মুছে ফেলার সুযোগ দেয়া হয়। তবে সেই সময়সীমা এবার বাড়িয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে এখন থেকে ২৪ ঘন্টা কিংবা ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে চ্যাট মুছে ফেলা যাবে।
জিএসএম এরিনা জানায়, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ শুধু সময়ই বাড়ায়নি, বরং এখন থেকে এর ব্যবহারকারীরা সকল চ্যাটের ক্ষেত্রেই ডিফল্টভাবে ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস ফিচার চালু করার অপশন পাবেন। এর আগে এটি চালু করতে হলে ম্যানুয়ালি করতে হতো। হোয়াসঅ্যাপ জানিয়েছে, ডিফল্ট ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস অপশন চালু করা হলে প্রেরক ও প্রাপক উভয় পক্ষকেই চ্যাট বা মেসেজ মুছে যাওয়ার বার্তাটি আগে জানানো হবে। ফলে নির্ধারিত সময়ের পর মেসেজটি যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, সেটা তারা বুঝতে পারবেন। বার্তা আদান-প্রদানের এই মাধ্যমটি আরো জানিয়েছে, ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস অপশনটি গ্রæপ চ্যাটের ক্ষেত্রেও চালু করা যাবে। ফিচারটি অপশনাল এবং আগের চ্যাটের ক্ষেত্রে এটি কোনো প্রভাব ফেলবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।