Inqilab Logo

বুধবার, ০৫ জুন ২০২৪, ২২ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আমাদের কথা শোনেনি বিরাট তাই ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে : সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৮:২৫ পিএম | আপডেট : ৮:২৭ পিএম, ৯ ডিসেম্বর, ২০২১
গতকাল দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। তবে দল ঘোষণার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটি আলোচনা হচ্ছে সেটি হলো, ওয়ানডে অধিনায়কত্বের দায়িত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেয়ার বিষয়টি। শুধুমাত্র একটি টুইটের মাধ্যমে জানানো হয় কোহলির বদলে ওয়ানডেতে দলনেতার দায়িত্ব পালন করবেন রোহিত শর্মা। 
 
এ বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সকল কর্মকর্তা মুখে কুলুপ এঁটে বসে ছিলেন। অবশেষে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী নিজে কথা বলেছেন। তিনি বলেছেন কোহলিকে তারা টি-টোয়েন্টির অধিনায়কত্বই ছাড়তে নিষেধ করেছিলেন। কিন্তু তিনি কথা শোনেননি। তাই তাকে ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। 
 
‘এই সিদ্ধান্তটি বোর্ড ও নির্বাচকরা মিলে নিয়েছে। আসলে আমাদের পক্ষ থেকে কোহলিকে অনুরোধ করা হয়েছিল টি-টোয়েন্টি অধিনায়কত্ব না ছাড়তে। কিন্তু সে শোনেনি। তখন নির্বাচকরা মনে করল সাদা বলের ক্রিকেটে দুইজন আলাদা অধিনায়ক থাকাটা ঠিক হবে না।’ বলেন গাঙ্গুলী। 
 
সৌরভ গাঙ্গুলী আরো জানিয়েছেন নতুন অধিনায়ক রোহিত শর্মার উপর তাদের পূর্ণ আস্থা আছে। তিনি মনে করেন সঠিক লোকের হাতেই নতুন করে আবার নেতৃত্ব দেয়া হয়েছে। তাছাড়া তিনি কোহলিকে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেয়ার জন্য ধন্যবাদ জানান। সূত্র : ক্রিকট্রেকার।


 

Show all comments
  • Sreebas Bala ১০ ডিসেম্বর, ২০২১, ৮:৩৮ পিএম says : 1
    আপনার মতো ছোট লোক আমি জীবনে দেখিনি। আপনাকে ঘৃণা করি সৌরভ গাঙ্গুলি।
    Total Reply(0) Reply
  • Md ariful Islam ১০ ডিসেম্বর, ২০২১, ৯:৩২ পিএম says : 0
    ওকে বাদ দিয়ে দলের জন্যঅনেক ভালোহয়েছে তুমাকে ধন্যবাদ গাঙ্গুলি
    Total Reply(0) Reply
  • Md Kajol Haque ১১ ডিসেম্বর, ২০২১, ১:০৯ পিএম says : 0
    খুব অন্যায় হয়েছে। এমনটা আশা করা হয়নি।
    Total Reply(0) Reply
  • Md Kajol Haque ১১ ডিসেম্বর, ২০২১, ১:১০ পিএম says : 0
    খুব অন্যায় হয়েছে। এমনটা আশা করা হয়নি।বিরাট এর মত খেলোয়াড় একশত বছরেও আশা করা হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ