Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেছারাবাদ (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা

নেছারাবাদে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. হাসান (২২) নামে এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যার দিকে অভিযুক্ত হাসানকে উপজেলার আরামকাঠি গ্রাম থেকে গ্রেফতার করে গতকাল রোববার সকালে তাকে পিরোজপুর কোর্টে চালান করা হয়েছে। গত ২০ অক্টোবর সন্ধ্যার দিকে উপজেলার জলাবাড়ী ইউনিয়নধীন উত্তর কামারকাঠি গ্রামে ঘটনা ঘটেছে বলে থানায় দায়ের করা মামলা থেকে জানা গেছে। বখাটে যুবক হাসান উত্তর কামারকাঠি গ্রামের মৃত ওয়াজেদ আলী মোল্লার ছেলে। জানা যায়, গত ২০ অক্টোবর বাদীর সাকিনস্থ ঘরের পশ্চিম পার্শ্বে বসে সন্ধ্যার দিকে ওই ছাত্রীটিকে একা পেয়ে হাসান ঝাপড়ে ধরে। এ সময়, মেয়েটির চিৎকারে মানুষজন ঘর থেকে বেরিয়ে এলে হাসান পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় মীমাংশার মাধ্যমে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনার সমাধান করতে চাইলেও অভিযুক্ত হাসান উল্টো মেয়েটির পরিবারের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে। পরে মেয়েটির মা বাদী হয়ে গত শনিবার নারী ও শিশু নির্যাতন আইনে হাসানকে আসামি করে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্তভার কর্মকর্তা এস আই সনজীব বলেন, ঘটনাটি শোনার পরপরই তাকে ধরার জন্য চেষ্টা চালানো হচ্ছিল। পরে মামলা দায়েরের পর শনিবার সন্ধ্যার দিকে আরামকাঠি গ্রাম থেকে হাসানকে গ্রেফতার করে গতকাল রোববার সকালে কোর্টে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ