রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
অভ্যন্তরীণ ডেস্ক
মুদিদোকান করে জীবিকা নির্বাহকারী যুবক মুস্তাফিজ এখন মৃত্যুযাত্রী। সে জটিল কিডনি রোগে ভোগছেন। দিনাজপুর ও রংপুর চিকিৎসার পর এখন ঢাকার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে কিডনি চিকিৎসক ডা. হারুন-উর-রশিদ ও ডা. মুজিবুল হকের চিকিৎসাধীন। চিকিৎসকগণ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, মুস্তাফিজ জটিল কিডনি রোগে আক্রান্ত, তার ২টিই কিডনি অকেজো, তাকে সুস্থ করতে সপ্তাহে ২/৩ বার ডায়ালাইসিসসহ কিডনি প্রতিস্থাপন ও উন্নত চিকিৎসা জরুরি, পরিবারের সদস্যরা কিডনি দান করলে প্রতিস্থাপন খরচে প্রায় ৫ লাখ টাকার প্রয়োজন। ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ শহরের গুয়াগাঁও গ্রামের অসহায় দরিদ্র আজিজুর রহমানের ছেলে মুস্তাফিজুর রহমান (৩২) ছোট্ট একটি মুদি দোকান করে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কোন রকমে জীবনযাপন করে আসছিল। কখন যে শরীরে বাসা বেধেছে মরণব্যাধি কিডনি রোগ নিজেও টের পাননি। দীর্ঘদিন ডায়ালাইসিসসহ চিকিৎসা চালাতে গিয়ে পরিবার সহায়-সম্বলটুকু হারিয়ে এখন নিঃস্ব প্রায়। অনেক ধার-দেনায় জড়িয়ে পড়েছেন। তার পরিবারের পক্ষেও কিডনি প্রতিস্থাপন ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই বাধ্য হয়ে বড়ভাই মো. আজহারুল ইসলাম সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. আজহারুল ইসলাম,
সঞ্চয়ী হিসাব নং ৬২০৪,
অগ্রণী ব্যাংক, পীরগঞ্জ শাখা, ঠাকুরগাঁও।
মোবাইল ০১৭৩৮২৮০৪৪৫ (বিকাশ)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।