Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অলিম্পিক নিয়ে রাজনীতি, চড়া মূল্য দিতে হবে চীনের হুশিয়ারি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৬:১৮ পিএম
নতুন বছরের ফেব্রুয়ারী মাসে চীনের বেইজিংয়ে হবে শীতকালীন অলিম্পিক। তবে উইঘুর মুসলিমদের উপর নির্যাতন ও মানবতা বিরোধী কর্মকান্ডে যুক্ত থাকার অভিযোগে এ অলিম্পিকে নিজেদের কোন কুটনীতিককে না পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্র জানায় তারা অ্যাথলেটদের চীনে যেতে সব রকমের সহায়তা করবে। 
 
যুক্তরাষ্ট্রের এ ঘোষণার পর  অস্ট্রেলিয়া ও ব্রিটেনও তাদের কুটনীতিকদের শীতকালীন অলিম্পিকে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। শক্তিশালী তিনটি দেশ এমন ঘোষণা দেয়ার পর এটির কড়া সমালোচনা করেছে চীন। দেশটির একজন মুখপাত্র বলেছেন অলিম্পিকের সঙ্গে রাজনীতি মেশাচ্ছে তারা। আর এরজন্য চড়া মূল্য দিতে হবে। এ ব্যপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়েন উইনবিন বলেন, ‘যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়া অলিম্পিকের মঞ্চকে রাজনীতির স্বার্থ হাসিলের সুযোগ হিসেবে ব্যবহার করেছে। তাদের এই ভুল কাজের জন্য চড়া মূল্য দিতে হবে।’
 
এদিকে ফ্রান্সের  পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ পথে হাটবে না। দেশটির পররাষ্ট্র মন্ত্রী বলেছেন এটি করলে ভবিষ্যতে অন্যরাও এ সুযোগ কাজে লাগানোর চেস্টা করবে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ