মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের দিল্লির একটি আদালত প্রাঙ্গণে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বিস্ফোরণে একজন আহত হয়েছেন। এ ঘটনার পরপরই বন্ধ হয়ে যায় আদালতের শুনানি কার্যক্রম। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আচমকা বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে আদালত চত্ত্বরে। বন্ধ হয়ে যায় শুনানি।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর ভারতের দিল্লিতে একটি আদালতের ভেতরে নজিরবিহীন হামলা চালায় গ্যাংস্টাররা। এতে তিনজন নিহত হন। এসময় আহত হন আরও বেশ কয়েকজন। উত্তর দিল্লির রোহিণী আদালতকক্ষের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।
পরে দিল্লির পুলিশ কমিশনার জানান, হামলাকারীদের গুলিতে বেশ কয়েকটি মামলার আসামি দুর্ধর্ষ গ্যাংস্টার জিতেন্দ্র গোগী প্রাণ হারান। গত এপ্রিলে গ্রেফতারের পর তিহার কারাগারে রাখা হয় তাকে। আদালতে হাজির করা হয়েছিল সেদিন। তাকে আদালতে তোলা হলে অন্য আরেকটি সন্ত্রাসী দল হামলা চালায়। পুলিশের পাল্টা গুলিতে দুই সন্ত্রাসীও নিহত হয়। সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।