Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাত বাড়ালেই পাওয়া যায় মাদক

প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা : সখিপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে এবং গজারিয়া, দাড়িয়াপুর, কাকড়াজান, কালিয়া, বহেড়াতৈল, যাদবপুর, বহুরিয়া, হাতীবান্ধা ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে মাদকের ব্যাপক ছড়াছড়ি। পুলিশ মাঝে মধ্যে ২/১একজন মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারীকে আটক করার পর ঘুষ লেনদেনে দফা-রফা হবার পর ছেড়ে দেয়ার অভিযোগ রয়েছে। দফা রফা না হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়। সঙ্গত কারণে মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সখিপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্জলে গাজা, হেরোইন, ইয়াবা, দেশী-বিদেশী মদ, ফেনসিডিল, ড্যান্ডিসহ বিভিন্ন ধরনের মাদক হাত বাড়ালেই পাওয়া যায়। এতে কোমলমতি শিশু-কিশোর, যুবক মাদকে আসক্ত হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সখিপুর দাড়িয়াপুর গ্রামে ফাইলা পাগলার মেলায় পুলিশের সামনে মাদক সেবন কারী ও মাদক ব্যবসায়ীরা ঘুরে বেড়ালেও পুলিশ তাদের নিকট থেকে বখরা নিয়ে মাদক ব্যবসা চালানোর সুযোগ দিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। থানা পুলিশ গত বৃহস্পতিবার জেলখানা মোড় থেকে কামাল নামে এক মাদক ব্যবসায়ীর নিকট থেকে এককেজি গাঁজাসহ ৫ জনকে আটক করে। ৪ থেকে ১০ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেয় বলে কয়েকজন মাদক সেবনকারী জানায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গাজা ব্যবসায়ী শাহজাহানকে এক বছরের কারাদ- ও একলাখ টাকা জরিমানা এবং হেরোইন সেবনকারী সাইদুরকে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়। কারাদ- প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফা সিদ্দিকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাত বাড়ালেই পাওয়া যায় মাদক

১৩ ফেব্রুয়ারি, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ