Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাসে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

নাইজেরিয়ায় বন্দুকধারীরা একটি বাসে আগুন দিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। মঙ্গলবার সোকোতো প্রদেশে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়ভাবে ডাকাত নামে পরিচিত এসব বন্দুকধারীরা বিগত বছরগুলোতেও সহিংস হামলা চালিয়েছে। মহাসড়কে চলাচল করা গ্রামবাসী এবং যাত্রীদের ওপর সহিংস আক্রমণ ছাড়াও শত শত স্কুল শিক্ষার্থীকে অপহরণ করে চাঁদা দাবির সঙ্গে যুক্ত তারা। নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলী বোরনো প্রদেশের পুলিশের মুখপাত্র সানুসি আবুবাকার জানান, বাসটিতে আগুন দেওয়ার সময় ২৪ যাত্রী ছিলেন। আর সাত যাত্রী আহত অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতায় সহায়তা করা স্থানীয় দুই বাসিন্দা জানিয়েছেন, বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিলো। এর দেহগুলো এমনভাবে পুড়ে গেছে যে তাদের চেনার উপায় নেই। তারা নারী ও শিশুসহ অন্তত ৩০ জনের দেহাবশেষ খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ