Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষতিপূরণ দেবে হ্যাকার!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

গেইম নির্মাতা নিনটেনডোর দায়ের করা এক পাইরেসি মামলায় ১ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন এক হ্যাকার। ‘জেনে-শুনে’ সাইবার অপরাধে জড়িত হওয়ার অভিযোগও স্বীকার করে নিয়েছেন গ্যারি বাওজার। মজার বিষয় হচ্ছে, নিনটেনডো’র সবচেয়ে জনপ্রিয় খলচরিত্রগুলোর একটি ‘বাওজার’-এর সঙ্গে নামের আংশিক মিল থাকায়, পুরো বিষয়টি ‘ভাগ্যের উপহাস’ হিসেবে হাস্যরসের যোগান দিচ্ছে সংশ্লিষ্টদের। মার্কিন আদালতে গ্যারি বাওজারের বিরুদ্ধে পাইরেসি মামলা করেছিল নিনটেনডো। অক্টোবর মাসেই আদালতে নিজের দোষ স্বীকার করে নেন গ্যারি বাওজার। ওই সময়েই ৪৫ লাখ ডলারের জরিমানা আর ১০ বছরের কারাদন্ডের ঝুঁকিতে ছিলেন তিনি। বিবিসি জানিয়েছে, ‘টিম এক্সিকিউটর’ নামের একটি পাইরেসি দলের সদস্য ছিলেন বাওজার। আদালতে ‘জেনে-শুনে এবং স্বেচ্ছায় সাইবার অপরাধ কর্মকান্ডে অংশ নিয়েছিলেন যা শীর্ষস্থানীয় গেইমিং কনসোল হ্যাক করেছিল’ বলে স্বীকারোক্তি দিয়েছেন বাওজার। সূত্র : বিবিসি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ