Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের জন্য পণ্য পরিবহন করবে নিউক্লিয়ার কার্গো শিপ সেভমোরপুট

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ৮:৫৩ পিএম

পারমাণবিক কার্গো জাহাজ ’সেভমোরপুট’ সেন্ট পিটার্সবার্গ থেকে রাশিয়ার ভ্লাদিভোস্তাক বন্দরে পৌঁছেছে। জাহাজটি রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য ১,৪০০ টন ব্রেকবালক পণ্য পরিবহন করছে। আজ এখানে প্রাপ্ত এ বার্তায় বলা হয়, স্টীল এবং মেশিনারি কাঠামোয় তৈরি জাহাজটির উত্তরাঞ্চলীয় সাগর পথে প্রচন্ড বরফের পথ পাড়ি দিতে সময় লেগেছে মাত্র ২২ দিন।

বিশ্বের একমাত্র আইচব্রেকার ফ্রিল্ট চলাচলকারি রোসাটমের সহযোগি প্রতিষ্ঠান এটোমফ্লোটের নেভিগেশন বিষয়ক ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল লিওনিদ ইরলিটসা বলেন, সমূদ্র পথে কোথাও কোথাও বরপের অবস্থা খুবই খারাপ, তথাপি জাহাজ ক্রু’র দক্ষতায় কোন প্রকার কালক্ষেপন না করেই জাহাজটি সফলভাবে বন্দরে এসে পৌঁছেছে।

বার্তায় বলা হয়, রাশিয়া নর্থ সী রুটের উন্নয়নের জন্য উচ্চাবিলাশী পরিকল্পনা গ্রহন করেছে। রাশিয়া ২০২৪ সালের মধ্যে ৮০ মিলিয়ন টন পণ্যপরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে। এতে আরও বলা হয়, নর্থ সী রুট হয়ে নর্থওয়েস্ট-ইউরোপীয় বন্দর থেকে সুয়েজ খাল হয়ে দুরপ্রাচ্য যেতে ৪০ শতাংশ পথ কম হবে।

রাশিয়ার জালিভ শিপইয়ার্ড সেভমোরপুট নিউক্লিয়ার কার্গো জাহাজটি নির্মান করে। ১৯৮৮ সালের ৩১ ডিসেম্বর এটি পণ্য পরিবহন শুরু করে। বার্তায় বলা হয়, কেএলটি-৪০ রিয়েক্টর ক্ষমতা সম্পন্ন এই জাহাজ এক মিটার বরফ কেটে পথ চলতে সক্ষম।

সূত্র: বাসস



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ