প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা মাহিয়া মাহি, চিত্রনায়ক ইমন ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. মুরাদ হাসানের অডিও রেকর্ড ফাঁস হওয়ার পর বেশ বিপাকে পড়েছেন চিত্রনায়িকা মাহি। তিনি এখন স্বামীসহ ওমরাহ পালন করতে সউদী আরব রয়েছেন। সেখান থেকেই ভিডিও বার্তা ও ফেসবুকে পোস্ট করে এ বিষয়ে নিজের অবস্থান জানান দিচ্ছেন। তিনি এখন দেশে ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। এক ফেসবুক পোস্টের মাধ্যমে মাহি বলেন, ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মায়ের (মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস, এই চাওয়া ব্যর্থ হবে না। এর আগে মাহি ফেসবুকে লাইভে এসেছিলেন। প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার খবর জানার পর সউদী আরব থেকে ফেসবুক লাইভে এসে কথা বলেন তিনি। মাহিয়া মাহি বলেন, আমি সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। দেশবাসীর কাছে ছোট হলাম। দুই বছর আগের ঘটনা ছিল। আমি বরাবরের মতো আল্লাহর কাছে বিচার দিয়েছি। যার মাধ্যমে আমি কষ্ট পেয়েছি, তিনি তার ফল পেয়েছেন। আলহামদুলিল্লাহ। মাহি আরও বলেন, আমি এখন মক্কায় হারাম শরিফে আছি। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার দোয়া কবুল করেন। আমার কোনো দোষ ছিল না। আমি পরিস্থিতির শিকার। প্রধানমন্ত্রীর সাথে দেখা করার মাহির ইচ্ছা প্রকাশের পর পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশিত হলে পাঠকদের কেউ কেউ তির্যক মন্তব্য করেছেন। কেউ কেউ তাকে নানা পরামর্শ দিচ্ছেন। নজরুল ইসলাম নামে এক পাঠক লিখেছেন, সে সময় নীরবে মাহিও মজা নিয়েছেন, এখন প্রকাশ হওয়ার কারণে শাক দিয়ে মাছ ডাকতে চান। আসাদ নামে এক পাঠক মন্তব্য করে লিখেন, মাননীয় প্রধানমন্ত্রীর আরো গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি আগে র্যাব, পুলিশ, ডিবির সাথে দেখা করুন। আপনি যে ভাষায় কথা শুনেছেন, তা খুবই গর্হিত। আপনি পুলিশের কাছে যান। ধর্ষণের হুমকির অভিযোগ করুন। গনি নামে এক পাঠক লিখেন, আপনি চুপ করুন। আপনারা আমাদের সমাজকে কলুষিত করেছেন। উল্লেখ্য, মাহি ওমরাহ করতে গিয়ে সেখানে স্বামীর সঙ্গে এবং নিজে নানা ভঙ্গিমায় ফটোসেশন করে তার ফেসবুকে প্রকাশ করেছেন। তার এসব ছবি দেখে অনেকেই মন্তব্য করেছেন, মাহি ওমরাহ করতে গিয়েছেন নাকি ফটোশেসন করতে গিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।