Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমির খানের সঙ্গে তুলনা নিয়ে কৃতি শ্যাননের মন্তব্য

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

‘মিমি’ ফিল্মে কৃতি শ্যানন একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করে সবার কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন। এই ফিল্মের জন্য তাকে ১৫ কেজি ওজন বাড়াতে হয়েছে; আর এজন্যই সবাই তাকে আমির খানের সঙ্গে তুলনা করতে শুরু করেছে, তাতে তিনি কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গেছেন। ‘এজেন্ডা আজ তক’ অনুষ্ঠানের উপস্থাপক তার চরিত্রকে বাস্তব কর এ তুলবার চেষ্টায় এক্সপেরিমেন্টের ওপর ভিত্তি করে তাকে জিজ্ঞাসা করেন তাকে ‘নারী আমির খান’ বললে তিনি তা কেমন করে দেখবেন; এতে কৃতি বলেন, না, না, এতো চাপের মুখে ফেলবেন না। আমির খান স্যারকে ছোঁয়া অনেক দূরের কথা। তবে আবেগ দিয়ে কাজ করে তা প্রশংসিত হলে আত্মতুষ্টি হয়। এরপর আলাপ তার আগের ফিল্ম ‘লুকা ছুপি’ ফিল্মে চলে যায়, যাতে তিনি এক তরুণীর ভূমিকায় অভিনয় করেছিলেন যে এক তরুণের সঙ্গে লিভ টুগেদার করে, তিনি জানান এমন পরিস্থিতি তিনি নিজের জীবনে চান না। কৃতি বলেন, ‘এতে কোনও সমস্যা নেই। তবে আমাকে জিজ্ঞাসা করলে বলব, আমার বাবা মা মানবে না। মা অবশ্য বেশ অন্যরকম তিনি বলতে পারেন তো কী হবেৃ সুতরাং এমন পরিস্থিতি আমি চাই না। তবে ভবিষ্যতে কী হবে জানি না, বিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়।’ মুক্তির প্রতীক্ষায় কৃতির ‘আদিপুরুষ’, ‘ভেড়িয়া’, বচ্চন পা-ে’ ‘হিরোপান্তি ২’ এবং ‘গণপথ’ ফিল্মগুলো আছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ