টেস্ট ক্যারিয়ারে গতকাল প্রথমবারের মতো একটি ওভার করেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। আজ দ্বিতীয়বারের মতো করলেন বল। আর নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ওভারে তিনি পেলেন উইকেট।
বাংলাদেশের ইনিংসের ৭৬তম ওভারটি করতে আসেন বাবর। তিনি এসেই দ্বিতীয় বলে এলবিডব্লিউ আউট করে সাজঘরে ফেরান মেহেদী হাসান মিরাজকে। তিনি ৬৭ বল খেরে করেন ১৪ রান। তখন দলের রান ১৯৮।
এরপরের ওভারেই সাজিদ খানের বলে সরাসরি বোল্ড আউট হন সাকিব আল হাসান। তিনি ১৩০ বল খেলে ৬৩ রান করেন। শুরুতেই বিপদে পড়া বাংলাদেশকে হারের লজ্জা থেকে বাঁচাতে দলকে টেনে নিচ্ছিলেন সাকিব ও মিরাজ।
কিন্তু পরপর দুই ওভারে তারা ফিরে গেলে শেষ মূহুর্তে আবার বিপদে পরে টাইগাররা। তারা দুজনই ছিলেন শেষ স্বীকৃত ব্যাটসম্যান। এরপর সাজিদ খান খালিদ আহমেদকে ০ রানে ফেরান। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ২০৪ রান।