উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ডি থেকে আগেই নকআউটের জায়গা নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ এ দুই দলই রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নামে। আর নিয়মরক্ষার এ ম্যাচে ইন্টারকে ২-০ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ইন্টার মিলানের বিপক্ষে গত মৌসুমেও খেলে রিয়াল। যার দুটিতেই জয় তুলে নিয়েছিল তারা। এ মৌসুমে আবার দুটি ম্যাচ খেলে সবগুলোতে জয় পেল তারা।
ম্যাচের ১৭ মিনিটের সময় টনি ক্রুস গোল করে দলকে এগিয়ে নেন। ৭৯ মিনিটের সময় মার্কো আসেনসিও গোলের ব্যবধানটা বাড়ান।
টনি ক্রুসের করা গোলটি ছিল রিয়ালের ইউরোপিয়ান প্রতিযোগিতায় ১ হাজারতম গোল। তাও বাঁছাইপর্বে করা গোল বাদে। ইউরোপের আর কোন ক্লাব এক হাজার গোলের মাইল ফলক ছুঁতে পারেনি।
এদিকে রিয়াল মাদ্রিদ এবার গ্রুপ পর্বে পাচটি ম্যাচে জয় তুলে নিয়েছে। হেরেছে বাকি একটি ম্যাচ। ২০১৬-১৬ মৌসুমের পর যা গ্রুপ পর্বে তাদের সবচেয়ে ভালো পয়েন্ট।।