Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দারিদ্রমুক্ত দেশ গড়ার প্রতিবন্ধক পরিবহনে হকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত হবে আত্মঘাতী -ভ্রাম্যমাণ হকার্স আন্দোলন

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাবলিক পরিবহণে হকার নিষিদ্ধের বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি’র যুগ্ম কমিশনার জনাব আব্দুল বাতেন এর ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে ভিক্ষুকদের সংখ্যা বৃদ্ধি না করতে দাবি জানিয়েছে ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক আন্দোলন নেতৃবৃন্দ।
ভ্রাম্যমাণ হকার্স শ্রমিক আন্দোলন এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মান ইমান উদ্দিন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবুল হোসেন এক বিবৃতিতে বলেছেন, যাদের দায়িত্ব অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় নেয়া। তারা সে দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে শরীরের রক্ত পানি করে পরিশ্রম করা মানুষদেরকে কর্মক্ষেত্র থেকে বিতারিত করতে পাবলিক পরিবহনে হকার নিষিদ্ধের কথা বলছেন।
নেতৃবৃন্দ বলেন, পুলিশ প্রশাসনের এমন প্রস্তাবে সরকার যদি ভ্রাম্যমাণ হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেয়, তবে লক্ষ লক্ষ কর্মজীবি মানুষ কর্ম হারিয়ে বেকার হয়ে এসব পরিবারকে ভিক্ষার মতো পেশায় বা মাদক ব্যবসায় নামতে হবে। তাদের সন্তানরা শিক্ষা, খাদ্য, চিকিৎসা, বস্ত্র ও বাসস্থান এর অভাবে অযত্ম-অবহেলায় বড় হয়ে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। এটা ক্ষমতাসীন সরকারের দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধক।
নেতৃদ্বয় আরো বলেন, গুটি কয়েক অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় এনে সাধারণ মানুষের জীবন যাত্রাকে নিরাপদ করুন। এতে ভ্রাম্যমাণ হকাররা প্রশাসনকে সহযোগিতা করতে সক্ষম। নেতৃবৃন্দ ভ্রাম্যমাণ হকার নিষিদ্ধের আত্মঘাতী সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানান। অন্যথায় রুটি রুজির তাগিদে কঠোর কর্মসূচি নিয়ে মাঠে নামতে বাধ্য হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ