Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

গোলের দিক দিয়ে পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১:৩১ এএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ক্লাব ব্রাগের বিপক্ষে জোড়া গোল করেছেন পিএসজির তারকা লিওনেল মেসি। ম্যাচের ৩৭ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার। এরপর ৭৪ মিনিটের সময় পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন তিনি। ডি বক্সের ভেতর তাকেই ফাউল করা হলে পেনাল্টি পায় পিএসজি। আর দলের হয়ে এ শট নিতে এসে গোল করতে কোন ভুল করেননি তিনি। 
 
এই গোলের  মাধ্যমে গোল করার দিক দিয়ে ব্রাজিলিয়ান কিংবদন্তি  পেলেকে টপকে গেছেন মেসি। পেলে তার ক্যারিয়ারে ৭৫৭টি অফিসিয়াল গোল করেছিলেন। অপরদিকে মেসি জোড়া গোল করার মাধ্যমে করলেন ৭৫৮টি গোল। কয়েকদিন আগেই জাতীয় দলের হয়ে দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মেসি এই পেলেকেই টপকে। 
 
তাছাড়া আজ ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত জোড়া গোল করে চ্যাম্পিয়ন্স লিগে ১২৫তম গোল পূর্ণ করেছেন মেসি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ