Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

পঞ্চাশ রান পূর্ণ হওয়ার আগে পাঁচ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ৪:০৫ পিএম | আপডেট : ৪:০৬ পিএম, ৭ ডিসেম্বর, ২০২১
পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে নিজেদের প্রথম ইনিংসে পঞ্চাশ রান করার আগেই পাঁচটি উইকেট হারিয়েছে বাংলাদেশ। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজিদ খানের বলে ক্যাচ আউট হয়েছেন লিটন দাস। তিনি করেছেন ৬ রান। দলীয় ৪৬ রানের সময় আউট হন তিনি। 
 
ম্যাচটিতর মাত্র ২২ রানে তিনটি উইকেট খুইয়ে ফেলে টাইগাররা। এরপর চতুর্থ উইকেটটির পতন ঘটে ৩১ রানের সময়। 
 
মাত্র ১ রানের সময় অভিষিক্ত মাহমুদুল হাসান জয় সাজিদ খানের বলে স্লিপে ক্যাচ আউট হন। এরপর সাদমান ফেরেন ৩ রান করে এই সাজিদের বলেই। তখন দলের রান ২০। এরপর ২২ রানের সময় অপ্রয়োজনীয় রান নিতে গিয়ে ১ রান করে রান আডট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মুমিনুল হক। এরপর অপ্রয়োজনীয় শট খেলে ক্যাচ আউট হন মুশফিকুর রহিম। তিনি করেন মাত্র ৫  রান।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ