মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করা হবে বলে জানিয়ে দিল যুক্তরাষ্ট্র, জার্মানি, ইটালি, ফ্রান্স এবং যুক্তরাজ্য।
মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কথা বলবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে। তার আগে সোমবার যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য ও ইটালি সারাদিন ধরে ইউক্রেন নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলো। এই পশ্চিমা দেশগুলি ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে এবং জানিয়ে দিয়েছে, রাশিয়ার আগ্রাসন তারা মানবে না।
গত সপ্তাহে মার্কিন মিডিয়ার রিপোর্ট ছিল, গোয়েন্দারা মনে করছেন, রাশিয়া এবার ইউক্রেন আক্রমণ করবে। তারা সেজন্যই এক লাখ ৭৫ হাজার সেনা সমাবেশ করেছে। মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন সোমবার ইউক্রেনের প্রেসিডন্টের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়ে দেন, ইউক্রেনের সার্বভৌমত্ব বজায় রাখতে অ্যামেরিকা সব ধরনের সাহায্য করবে। রাশিয়ার আগ্রাসন তারা মানবে না।
পরে মার্কিন প্রেসিডেন্টের অফিস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিস জানিয়েছে, সোমবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, জার্মানির চ্যান্সেলার ম্যার্কেল, ইটালির প্রধানমন্ত্রী দ্রাঘি ও ফ্রান্সের প্রেসিডেন্ট মাখ্যোঁ ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন।
বরিস জনসনের মুখপাত্র জানিয়েছেন, নেতারা ইউক্রেনের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং রাশিয়াকে উত্তেজনা কমাবার কথা বলেছেন। মাখ্যোঁর অফিস জানিয়েছে, ইউরোপে শান্তি ও সুরক্ষা বজায় রাখতে নেতারা তাদের দায়বদ্ধতার কথা জানিয়েছেন। সিআইএ ডিরেক্টর উইলিয়াম বার্নস সোমবার বলেছেন, পুতিন সবসময় ঝুঁকি নিতে ভালোবাসেন। তিনি এই কথা মাথায় রাখছেন। সূত্র: এপি, এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।