বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক সংগ্রামের শিফট ইনচার্র্জ এনায়েত উল্লাহ (৬৬) আর নেই। গত শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর ক্রিসেন্ট গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। প্রবীণ সাংবাদিক এনায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে যান। গতকাল শনিবার সকাল ১১টায় জানাজা শেষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আনজাব গ্রামের পাবিবারিক কবরস্থানে মরহুম এনায়েত উল্লাহর লাশ দাফন করা হয়।
কর্মজীবনে এনায়েত উল্লাহ দৈনিক দেশ, দৈনিক বাংলার বাণী, দৈনিক আল মুজাদ্দেদ, দৈনিক জনপদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।
প্রবীণ সাংবাদিক এনায়েত উল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কবি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে বলে সাংবাদিক নেতারা শোকবাণীতে উল্লেখ করেন।
শোকবাণীতে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম এনায়েত উল্লাহর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।