Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পিৎজাকে স্বীকৃতি গেমে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

বিশ্বজুড়ে এখন একটাই খাদ্য। লোকমুখে এখন এই খাদ্যটিই একেবারে শীর্ষে অবস্থান করছে। আট থেকে আশির ঠোঁটে শুধু এরই নাম-- পিৎজা। সেই পিৎজাকে স্বীকৃতি জানাল গুগল।
২০০৭ সালে আজকের দিনে ইউনেসকো এই খাদ্যটিকে বিশ্বের আবহমান খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকার করে নিয়েছিল। এ বছরে সেই দিনটির স্মরণে গুগল এক কান্ড ঘটাল। তারা একটা ডুডল দিয়ে বিশ্বের এই পিৎজা-সংস্কৃতিকে সম্মান জানাল। শুধু ডুডল নয়, তারা পিৎজা সøাইসিং গেমও আনল। এর ফলে পাঠকের অংশগ্রহণ আরও বাড়বে। পিৎজা একটা শিল্প। এই শিল্পের যারা ধারক-বাহক তাদের তিনটি ক্যাটেগরি-- মাস্টার পিৎজাইউওলো , পিৎজাইউওলো এবং বেকার। নেপলসের ঘরে ঘরে এই পিৎজা শিল্পের বাড়বাড়ন্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে নেপলসবাসীর ঘরে ঘরে এই পিৎজা-ঐতিহ্যের অনুশীলন চলে আসছে। আপনিও চাইলে ডুডলটা ‘ট্রাই’ করে দেখতে পারেন। সূত্র : সি নেট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ