বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বরিশালের সুলতান বাদশাহ হত্যা মামলার ফাঁসির দন্ড-প্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে ১১ বছর পর গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন বরিশাল লামচরি এলাকার মৃত আব্দুল কাদের খানের ছেলে।
গতকাল সোমবার তাকে আদালতে হাজির করার পরে জেল হাজতে পাঠানো হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিএমপির কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সগির হোসেনের নেতৃতে গত রোববার ঢাকার আশুলিয়া মোল্লা মার্কেটে সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।
মামলার বাদী ও নিহতের পিতা মো. আব্দুল মালেক মাঝি সাংবাদিকদের জানান, ২০১০ সালের ২ জুন তার ছেলে সুলতান বাদশাকে চার লাখ টাকার জন্য অপহরণ করে খুন করে একই ইউনিয়নের বসির ফকির, আ. ছত্তার, আনোয়ার হোসেনসহ ৫-৬ জন। এ ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে ২০১৩ সালের ১১ নভেম্বর ফাঁসির দ-াদেশ দেয় আদালত। মামলার অপর দুই আসামির মধ্যে বসির ফকির এখনও পলাতক রয়েছেন। ছেলে হত্যার সাথে জড়িতদের ফাঁসি দেখে যেতে চান বলে জানিয়েছেন মো. আব্দুল মালেক মাঝি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।