Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোরে ট্রাক-ট্রেন সংঘর্ষ

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

নাটোরের তেবাড়িয়া রেলক্রসিং এলাকায় মিনি ট্রাকের সাথে ধাক্কা লেগে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে প্রায় ৫ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। গত রোববার ভোর ৪ টার দিকে এই ঘটনা ঘটে।
স্টেশন ম্যানেজার অশোক কুমার চক্রবর্তী জানান, ঢাকা থেকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর তেবাড়িয়া রেলগেট অতিক্রম করার পূর্বেই একটি মিনি ট্রাক রেল ক্রসিংয়ে লাইন এর ভিতরে ঢুকে পড়ে। এ সময় ট্রেনটি আসতে দেখে ট্রাকের ভেতরে চালক এবং সহকারি সেখান থেকে পালিয়ে যায়। পরে ট্রেনটির সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে-মুচড়ে ৫০০ গজ পর্যন্ত টেনে নিয়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাকটিকে টেনে প্রায় ৫শ’ গজ দূরে নিয়ে যাওয়ার পর ট্রেনটি থেমে যায়। পরে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাইনের ওপর থেকে দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলার পর সকাল ৮টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাক-ট্রেন সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ