গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আর্কষিত হয়েছে। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির এহেন শিষ্টাচার বহির্ভূত এবং নারীর মর্যাদা হানিকর বক্তব্যে আমরা ক্ষোভ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। এধরণের অগ্রহণযোগ্য বক্তব্যের জবাবদিহিতা দাবি করছি। বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা লক্ষ্য করছি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ ও বক্তব্য প্রদান রাজনৈতিক পরিবেশকে কলুষিত করছে, যা অনভিপ্রেত ও দুর্ভাগ্যজনক। সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতির স্বার্থে রাজনৈতিক দল এবং ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহবান জানাচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।