Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটেও হাফভাড়ায় নগর এক্সপ্রেস চড়বে শিক্ষার্থীরা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ৩:৩৩ পিএম

সিলেটে গণপরিবহনে চলাচলে হাফ ভাড়া দিতে পারবেন শিক্ষার্থীরা। পরিচয়পত্র প্রদর্শন করলে নগর এক্সপ্রেসের বাসে তাদের কাছ থেকে হাফ ভাড়া রাখা হবে। সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে এমন তথ্য। সম্প্রতি হাফ ভাড়ার (অর্ধেক ভাড়া) দাবিতে শিক্ষার্থীরা ঢাকায় আন্দোলন করেছেন। সেই আন্দোলনের মুখে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শুরুতে ঢাকায় হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দেয়। কিন্তু শিক্ষার্থীরা সারাদেশে হাফ ভাড়ার দাবি তুলেন। এর প্রেক্ষিতে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে সেখানে হাফ ভাড়া নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। শুধু তা-ই নয়, সারাদেশে হাফ ভাড়ার দাবিও মেনে নেন তিনি। এনায়েত উল্যাহ বলেন, ‘মেট্রোপলিটন শহরসহ দেশের যেসব শহরে সিটি সার্ভিস চালু আছে, সেসব শহরে কার্যকর হবে এই ঘোষণা। তবে দূরপাল্লার যানবাহন কোনোভাবেই এই ঘোষণার আওতায় থাকবে না। দেশের সব শহরে, যেখানে সিটি সার্ভিস চালু আছে, সেখানে হাফ ভাড়ার বিষয়টি গত কয়েকদিন ধরে মালিক-শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে ঠিক করেছি আমরা।’ সিলেটে শিক্ষার্থীদের হাফ ভাড়া নেওয়ার বিষয়টি নিশ্চিত করে নগর এক্সপ্রেস মালিক সমিতির সভাপতি ও সিলেট সিটি কাউন্সিলর মখলিছুর রহমান কামরান বলেন, শিক্ষার্থীরা হাফ ভাড়া দিয়ে নগর এক্সপ্রেসে যাতায়াত করতে পারবেন।’ ‘শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে দিতে পারবেন হাফ ভাড়া।’ তবে হাফ ভাড়ার সুবিধা শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকা অবস্থায় পাওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে হাফ ভাড়া হবে না কার্যকর।

প্রসঙ্গত, সিলেট মহানগরী ও শহরতলির বিভিন্ন রুটে ২১টি বাস রয়েছে নগর এক্সপ্রেসের। তবে প্রায়ই দু-চারটি বাসে সমস্যা থাকে বলে চলাচল করতে পারে না সবগুলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হাফভাড়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ