বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনটির পুরোটি বৃষ্টিতে ভেসে গেছে। বৃষ্টির কারণে আজ একটি বলও মাঠে গড়ায়নি। প্রথমদিন আলো স্বল্পতার কারণে হয় ৫৭ ওভার। গতকাল দ্বিতীয় দিন মাত্র ৬.২ ওভারই হয়।
গতকাল রাত থেকে যে বৃষ্টি হচ্ছিল। তা আর থামার লক্ষণ ছিল। সারা রাত হলো বৃষ্টি। তখনই বোঝা গিয়েছিল আজ হয়তো কোন বল মাঠে গড়াবে না। তবুও আশা বলে তো একটা কথা আছে! সেই আশাতেই ছিল সকলে। যদি বৃষ্টি কমে। কয়েক ওভার হলেও তো হবে। কিন্তু না তা হলো না। সকল গড়িয়ে দুপুর পার হয় হয় অবস্থা। এখনো বৃষ্টি কমেনি। আর তাই তো দীর্ঘক্ষণ অপেক্ষা করে দুপুর ২টায় জানানো হলো আজ তৃতীয় দিন আর খেলা হবে না। বৃষ্টির কারণে দুই দলের খেলোয়াড়রা টিম হোটেল থেকে স্টেডিয়ামেও আসেনি।
এদিকে ম্যাচটিতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তান ২ উইকেট হারিয়ে ১৮৮ রান করেছে। বাবর আজম ৭১ ও আজহার আলী ৫২ রানে অপরাজিত আছেন।