Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

বর্তমান সরকারের আমলে ব্যাংকিং সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে - এমপি আশেকুল্লাহ রফিক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:৪৫ পিএম

ইসলামী ব্যাংক বড় মহেশখালী উপশাখা উদ্ভোধনী অনুষ্ঠানে আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন বর্তমান সরকারে আমলে ব্যাংকিং সেবায় ব্যাপক উন্নয়ন হয়েছে, ইন্টারেস্টের হার এক ডিজিটে নিয়ে এসেছে। তিনি আরো বলেন আমার আশা অবিশ্বাস ইসলামী ব্যাংক বড় মহেশখালী উপশাখা এলাকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে ব্যাপক ভূমিকা রাখবে।

মহেশখালী উপজেলার প্রত্যন্ত এলাকায় নানামূখী গ্রাহ সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে রোববার ৫ ডিসেম্বর-২০২১ বেলা ১১ টায় বড় মহেশখালী বাজারে সিরাজ চেয়ারম্যান সিটির ৩য় তলায় এই উপ-শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ইভিপি ও চট্টগ্রাম দক্ষিণ জোন প্রধান মোহাম্মদ ইয়াকুব আলী’র সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক লি: এফ এভিপি ও মহেশখালী শাখার ম্যানেন্জার মোহাম্মদ হাসানুদ্দীন, কৃষি ব্যাংক নতুন বাজার শাখার ম্যানেন্জার স্বপন কান্তি দে, বড় মহেশখালী উপশাখার ইন সার্চ মামুনুল ইসলাম, কোরআন তেলাওয়াত করেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা মোঃ ছৈয়দুল হক, মুনাজাত পরিচালনা করেন এমদাদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার সাবেক সহ সভাপতি আসাদুল্লাহ সায়েম, এলাকার ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ