Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি অব্যহত, দুপুর ২টার মধ্যে শুরু না হলে বাতিল হবে তৃতীয় দিনের খেলা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১১:৫৭ এএম
ঘুর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকায় হচ্ছে বৃষ্টি। যার কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্টটির তৃতীয় দিনের খেলা এখনো শুরু করা সম্ভব হয়নি। খেলোয়ড়রাও মাঠে আসেননি।
 
যদি দুপুর ২টার মধ্যে একটি বলও মাঠে না গড়ায় তবে তৃতীয় দিনের খেলা স্থগিত করে দিতে পারেন আম্পায়াররা। এখন তারা অপেক্ষা ও দেখার নীতিতে আছেন। 
 
দুপুর ১২টায় আরেকবার মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন মাঠের আম্পায়াররা। তবে বৃষ্টি থামার সম্ভাবনা এখনো কম। কাভার দিয়ে মাঠ ঢেকে রাখা হয়েছে। বৃষ্টি পুরোপুরি থামার পর কমপক্ষে এক ঘন্টা মাঠ ঢাকা থাকবে। এরপর কাভার উঠিয়ে মাঠ শুকানোর কাজ করা হবে। এখন আবহাওয়ার যে পরিস্থিতি তাতে তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার সম্ভাবনা কম।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ