Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে পুলিশ হেফাজত থেকে পালিয়েছে আসামি

৩ পুলিশ বরখাস্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০২১, ১০:১১ পিএম

চট্টগ্রাম মহানগর আদালতের সাধারণ নিবন্ধন শাখায় কোতোয়ালি থানা পুলিশের হেফাজত থেকে রোববার বিকেলে মাদক মামলার আসামি পালিয়ে গেছে। এই ঘটনায় রাতে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পালিয়ে যাওয়া আবুল কালাম (২৫) কক্সবাজারের টেকনাফ উপজেলার লেদাপাড়া রোহিঙ্গা শরণার্থী পুরাতন রেজিস্ট্রার ক্যাম্পের বাসিন্দা। ভোরে নগরীর কোতোয়ালী থানার কদমতলী এলাকা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম তাকে গ্রেফতার করে। পরে তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- এস আই মিতু খানম এবং কনস্টেবল শাহাদাত হোসেন ও নজরুল ইসলাম। তিন জনই নগরীর কোতোয়ালী থানায় কর্মরত। আসামিকে আদালতে পাঠানোর সময় এসআই মিতু খানম কোতোয়ালী থানায় ডিউটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্রগ্রাম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ