Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কম্পিউটার কম্পোজের আড়ালে জাল সার্টিফিকেট তৈরি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

রাজধানীর খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় ‘ওপেন টেলিকম’ নামের একটি স্টেশনারি দোকানের মালিক মো. সালাউদ্দিন। এ দোকানে তৈরি হতো প্রায় সব ধরনের জাল নথি। টাকার বিনিময় এক বছর ধরে সে জাল সনদ ও ডকুমেন্টস তৈরির ব্যবসা চালিয়ে আসছিল। অবশেষে গ্রেফতার হয়েছে সিআইডির হাতে। গতকাল সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান বলেন, একটি প্রতারক চক্র প্রায় এক বছর ধরে ওপেন টেলিকম নাম দিয়ে একটি কম্পিউটার কম্পোজ এবং স্টেশনারি দোকান খুলে ব্যবসার অন্তরালে বিভিন্ন সরকারি ডকুমেন্টস জালিয়াতির মাধ্যমে বানিয়ে আসছিল। এই চক্রের মূলহোতা মো. সালাউদ্দিন। সে খিলক্ষেত মোহাম্মদীয়া চৌরাস্তার খাঁ পাড়ায় ওই দোকান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, স্নাতক সনদসহ এনআইডি, নিয়োগপত্র, ট্রেড লাইসেন্সও বানিয়ে দিতো। সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম, টিম ৩-এর এএসপি দেলোয়ার আহম্মদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে এসএসসি, এইচএসসি ও স্নাতকের ১৭টি ভুয়া সনদ, ভুয়া ট্রেড লাইলেন্স, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও ১৫টি চাকরির নিয়োগপত্র ও দুটি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।



 

Show all comments
  • Md Nahid Khan ২১ সেপ্টেম্বর, ২০২২, ৮:৪০ পিএম says : 0
    যশোর কম্পিউটার বোর্ড
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ