Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অর্ডার দিলে মিলছে জাল সার্টিফিকেট

র‌্যাবের অভিযানে গ্রেফতার ২

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ মে, ২০২১, ১২:০১ এএম

অর্ডার দেয়ার ৩০ মিনিট পরেই জাল সার্টিফিকেট তৈরি করে ফেলত চক্রটি। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া ও জাল সার্টিফিকেট তৈরি করত চক্রের সদস্যরা। এভাবে চক্রটি হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চক্রটির দুই সদস্যকে রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। গত রোববার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. মহাসিন প্রধান (৪২) ও মো. জুয়েল রানা (২৮)। রে‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার র‌্যাব-১০ একটি আভিযানিক দল রাজধানীর নীলক্ষেত বাকুশাহ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল সার্টিফিকেট তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। এ সময় আটকদের কাছ থেকে ৫২টি জাল সার্টিফিকেট, ১টি কম্পিউটার মনিটর, ১টি সিপিইউ, ১টি কালার প্রিন্টার, ১টি কিবোর্ড, ১টি মাউস, ২টি কম্পিউটারের পাওয়ার ক্যাবল, ২টি প্রিন্টারের কালি ও কম্পিউটারের হার্ডডিক্স জব্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট জাল করে নাম ঠিকানা পরিবর্তনের মাধ্যমে ভুয়া, নকল ও জাল সার্টিফিকেট প্রস্তুত করে থাকে। অর্ডার দেয়ার মাত্র ৩০ মিনিটের পরই তারা জাল সার্টিফিকেট তৈরি করতে পারে। জাল সার্টিফিকেট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ অবৈধভাবে হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ