Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধারাবাহিক শেফালী আজ

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গ্রামের কৃষক বাবা-মায়ের একমাত্র মেয়ে শেফালী। গ্রামের হানিফ নামের এক ছেলের সাথে তার ভালোবাসার সম্পর্ক। হানিফ শেফালীর বাবার সাথে জমি চাষ করে আর বিভিন্ন গ্রামে হাডুডু খেলে বেড়ায়। এদিকে, গ্রামের দুশ্চরিত্র মধ্যবয়স্ক চেয়ারম্যানের নজর পড়ে শেফালীর ওপর। সে হানিফ আর শেফালীর সম্পর্ক মেনে নিতে পারে না। হানিফকে গ্রাম থেকে তাড়ানোর জন্য উঠেপড়ে লাগে। অন্যদিকে, চেয়ারম্যানের শারীরিক প্রতিবন্ধী ছেলে উজ্জ্বলও শেফালীকে পছন্দ করে। কিন্তু বাবার চোখ রাঙানির কাছে হার মানে সে। একপর্যায়ে শেফালীর মাকে পটিয়ে ফেলে চেয়ারম্যান। অর্থ-বিত্ত আর ক্ষমতার কথা ভেবে চেয়ারম্যানের কাছে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে যান শেফালীর মা। কিন্তু তার বাবা প্রতিবাদ করেÑ এমন গল্প নিয়ে এগিয়ে যায় ধারাবাহিক নাটক ‘শেফালী’। আমিরুল ইসলাম অরুণের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন শশী, শ্যামল মওলা, শামীম জামান, রাইসুল ইসলাম আসাদ, চিত্রলেখা গুহ, লুৎফর রহমান জর্জ, শেলী আহসান প্রমুখ। আজ সোমবার রাত ৮টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধারাবাহিক শেফালী আজ

২৩ অক্টোবর, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ