Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়কে কি গুডবাই জানালেন রিচি?

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : অভিনয় থেকে কি বিদায় নিলেন গুণী অভিনেত্রী রিচি সোলায়মান? এমন প্রশ্ন এখন নাট্যাঙ্গনে ঘুরপাক খাচ্ছে। বিশেষ করে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্তের কারণে এ প্রশ্ন দেখা দিয়েছে। তিন মাস আগে রিচি আমেরিকা গিয়েছেন। সেখানে তার ছেলে রায়ানকে স্কুলে ভর্তি করিয়েছেন। স্বাভাবিকভাবে তাকে সেখানে থাকতেই হবে। ফলে তার পক্ষে সহসা দেশে ফেরাও সম্ভব নয়। দেশে না থাকলে অভিনয় করার কারণ নেই। রিচিও আমেরিকা থেকে জানান, এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই। তার স্বামীর ইচ্ছাতেই আমেরিকাতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছেন। তাই বিশেষ কাজ কিংবা বেড়ানোর উদ্দেশ্য ছাড়া দেশে ফেরা হচ্ছে না। রিচির এ কথা থেকেই বোঝা যায়, অভিনয়কে গুডবাই জানিয়েছেন তিনি। অতিথির মতো মাঝে-মধ্যে দেশে এলে হয়তো অভিনয় করা হতে পারে। তবে নিয়মিত অভিনয় আর হবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়কে কি গুডবাই জানালেন রিচি?
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ