মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগানিস্তানে একটি যৌথ ক‚টনৈতিক মিশন খোলার কথা বিবেচনা করছে কয়েকটি ইউরোপীয় দেশ। তবে এর মানে তালেবানকে রাজনৈতিক স্বীকৃতি দেয়া নয়। কাতারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। তিনি বলেন, রাষ্ট্রদূতরা কাবুলে ফেরার জন্য বিশেষ করে নিরাপত্তাসহ বেশ কিছু বিষয়ের সমাধান হওয়া প্রয়োজন। আফগানিস্তানে শিগগিরই ইউরোপের ক‚টনৈতিক মিশন প্রতিষ্ঠার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট। ২০২১ সালের ১৫ আগস্ট প্রায় বিনা বাধায় কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। প্লেনভর্তি অর্থ নিয়ে পালিয়ে দেশ ছাড়েন যুক্তরাষ্ট্র সমর্থিত তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গণি। পরে একে একে পশ্চিমা ক‚টনীতিকরাও কাবুল ছাড়তে শুরু করেন। শুক্রবার ফ্রান্স জানিয়েছে, কাতারের সহায়তায় আফগানিস্তান থেকে তিন শতাধিক মানুষকে সরিয়ে নিয়েছে তারা। এদের বেশিরভাগই আফগান নাগরিক। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।