প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় মঞ্চ ও টিভি তারকা কিম সিয়ন হোর ফিল্ম অধ্যায় শুরু হতে যাচ্ছে। তার অভিষেক ফিল্ম ‘স্যাড ট্রপিক্স’। কোরিয়ার ট্যাবলয়েড সুম্পি জানিয়েছে আসন্ন এই ফিল্মে তার সঙ্গে কাস্টে যোগ দিয়েছেন- গো আরা, কিম ক্যাং উ এবং ক্যাং টে জু। ট্যাবলয়েড জানিয়েছে ‘স্যাড ট্রপিক্স’ অ্যাকশন নয়ের ধারার ফিল্ম; এটি এক প্রাক্তন বক্সারের গল্প রহস্যময় এক শক্তি যার পিছু নিয়েছে। সিয়ন হো আগেই জানিয়েছিলেন এই ফিল্মটি দিয়ে পূর্ণদৈর্ঘ চলচ্চিত্রে তার অভিষেক কহবে। ‘স্যাড ট্রপিক্স’ পরিচালনা করবেন পার্ক হুন জাং, তিনি ‘নিউ ওয়ার্ল্ড’ এবং ‘দ্য উইচ : পার্ট ওয়ান’ ফিল্ম দুটি পরিচালনা করেছেন। তার আরেক ফিল্ম ‘দ্য সাবভারশন’-এর শুটি শুরু হবে ডিসেম্বরে। কিম সিয়ন হোর বিরুদ্ধে সম্প্রতি তার প্রেমিকার গর্ভপাত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তবে শেষ পর্যন্ত জানা গেছে তা সত্য নয়। তাকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্সের রম-কম ড্রামা ‘হোমটাউন চা চা চা’তে শিন মিন আ’র বিপরীতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।