Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, ৩ ঘণ্টা আকাশে ওড়ার পর দিল্লিতে অবতরণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১১:১৬ পিএম

উড্ডয়নের তিন ঘণ্টা পর এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট দিল্লি বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা বলেন, ফ্লাইটটি তিন ঘণ্টা আকাশে উড়ার পরে দিল্লিতে ফিরে আসে। মাঝ আকাশে হঠাৎ একজন অসুস্থ হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়।

বিমানবন্দরের একজন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন যাত্রীর মৃত্যুর কারণে দিল্লি থেকে যুক্তরাষ্ট্রগামী এএল-১০৫ ফ্লাইটটি ফিরে আসে।

ঘটনার পর ফ্লাইটটি দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ফ্লাইট টাইম ডিউটি লিমিটেশন (এফডিটিএল) নিয়মানুযায়ী, ফ্লাইট পরিচালনার জন্য ক্রুদের আরেকটি ব্যাচের ব্যবস্থা করা হবে। অর্থাৎ এ বিমানটি আবার বাকি যাত্রীদের নিয়ে যাবে তবে নতুন ক্রুদের নেতৃত্বে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুরো বিষয়টি বিমানবন্দর পুলিশকে জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র : এনডিটিভি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ