Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের ১০ উইকেটের সবগুলো পেলেন এজাজ প্যাটেল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ২:৩৯ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়েছে ভারত। আর ম্যান ইন ব্লুদের ১০টি উইকেটের সবগুলো পেয়েছেন এজাজ প্যাটেল। তিনি ১১৯ রান দিয়ে সবগুলো উইকেট পান। 
 
টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে তিনি এই অনন্য কীর্তি গড়েছেন। তার আগে ১৯৫৬ সালে ইংল্যান্ডের জেসি ল্যাকার অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫৩ রান দিয়ে ১০টি উইকেটের সবগুলো তুলে নেন। এরপর ১৯৯৯ সালে ভারতের অনীল কুম্বলে ৭৪ রান খরচ করে পাকিস্তানের বিপক্ষে দিল্লি টেস্টে ১০টি উইকেট পেয়েছিলেন। দীর্ঘ ২৩ বছর পর আবার এমন কীর্তি দেখা গেল ক্রিকেটে।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ