Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের অভিযোগ

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে

ট্রাক সমিতির নামে সড়ক ও জনপথ বিভাগের জায়গা জোরপূর্বক দখল করার অভিযোগ পাওয়া গেছে। ঢাকা-সিলেট মহাসড়ক, নরসিংদীর শাহেপ্রতাপ এলাকার একটি সন্ত্রাসীমহল সরকার সুপার মার্কেট নামে একটি চলমান মার্কেট বন্ধ করে এর সামনে ট্রাক সমিতির ঘর নির্মাণ করেছে। গত বুধবার সুপার মার্কেটের মালিক আলহাজ্ব জয়নাল সরকার ঘটনাস্থলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শাহেপ্রতাপ এলাকাটি নরসিংদীর একটি গুরুত্বপূর্ণ গ্রোথ সেন্টার। এখানে রাস্তার পাশে সড়ক বিভাগের জায়গাসংলগ্ন স্থানে আলহাজ্ব জয়নাল সরকার একটি সুপার মার্কেট নির্মাণ করেন। এর পাশেই রয়েছে বাংলাদেশ তাঁত বোর্ডের অফিস। সরকারি নিয়ম অনুযায়ী প্রাইভেট প্রপার্টির সামনের সরকারি জায়গার বৈধ দখলদার হচ্ছে প্রাইভেট প্রপার্টির মালিক। এ ক্ষেত্রে আলহাজ্ব জয়নাল আবেদীন সরকার সড়ক বিভাগের জায়গাকে সামনে রেখে নিজের জায়গায় সুপার মার্কেটটি নির্মাণ করে। এই মার্কেটটি চলমান অবস্থায় এলাকার জাকির মৃধা ও জাহাঙ্গীর আলম ভূঁইয়ার নেতৃত্বে একদল সন্ত্রাসী সরকার সুপার মার্কেটের সামনের জায়গা জোরপূর্বক দখলে নিয়ে ট্রাক, ট্যাংকলরী, কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নামে একটি ঘর নির্মাণ করে এবং এতে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। যার ফলে সুপার মার্কেটটি বন্ধ হয়ে যায়। বাংলাদেশ তাঁত শিক্ষা প্রশিক্ষণ ইনস্টিটিউট-এর শিক্ষা কার্যক্রম চরম বিঘেœর সম্মুখীন হয়। এ ব্যাপারে তিনি এলাকার জাকির মৃধা ও জাহাঙ্গীর আলম ভূঁইয়াসহ সন্ত্রাসী মহলকে দায়ী করেন। ইতপূর্বে তিনি নরসিংদীর জেলা প্রশাসক, সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী ও নরসিংদী পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। সাংবাদিক সম্মেলনে এলাকার বহুসংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত লোকজন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখলের অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ