রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের একটি রাস্তার পাশ থেকে প্রশাসনের অনুমতি ছাড়াই গাছ কেটে নেয়ার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে কাঠ ব্যবসায়ী আবুল কাশেম গাছগুলো কেটে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গাছ কাটা বন্ধের নির্দেশ দিলেও রাস্তার গাছ কেটে নেওয়া হয়েছে। উপজেলা সদর থেকে তারুন্দিয়া ইউনিয়নে যাওয়ার এলজিইডি সড়কের গোয়ালপাড়া বাজারের কাছে সড়কের গাছ কেটে নেওয়া হচ্ছে বলে সংবাদ আসে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পাশের একটি বাগানের গাছের সাথে সড়কের দুইটি কাঁঠাল গাছ বিক্রি করে দিয়েছেন স্থানীয় আবদুল খালেক নামের এক ব্যক্তি। তিনি এলাকায় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। তবে তিনি এলাকায় ছিলেন না। আবদুল খালেকের ছেলে মাসুদ মিয়া বলেন, রাস্তার পাশের গাছগুলো তারা লাগিয়েছিলেন। তাই বিক্রি করে দিয়েছেন। এগুলো সরকারি গাছ নয়। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হালিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারকে জানানো হয়। পরে ইউপি চেয়ারম্যান রাস্তার পাশের গাছগুলো কাটা বন্ধের নির্দেশ দেন। কিন্তু চেয়ারম্যানের নিষেধাজ্ঞা অমান্য করেই রাস্তার পাশের গাছগুলো কেটে নেওয়া হয়। কাঠ ব্যবসায়ী আবুল কাশেম জানান, তিনি গাছগুলো আব্দুল খালেকের কাছ থেকে কিনেছেন। ইউপি চেয়ারম্যান আবদুল হালিম বলেন, গাছগুলো কাটতে নিষেধ করা হয়েছে। তবুও সেগুলো কেটে নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব কুমার সরকার জানান, গাছ কেটে নেয়ার বিষয়টি জানতে পেরে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।