Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে হাটবাজারের জমি দখল করছে প্রভাবশালীরা, নীরব প্রশাসন

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা

মাদারীপুরের কালকিনি উপজেলার হাটবাজারের জমি দখলের মহোৎসব চলছে। আর এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা নামমাত্র চান্দিনা ভিটি বরাদ্দ নিয়ে পেশি শক্তির মাধ্যমে হাট-বাজারের জমি দখল করছে। উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আসাদ উল্লাহসহ কিছু অসাধু ভূমি কর্মকর্তাদের যোগসাজসে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে উক্ত জমি দখলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। আবার একই জমি নিয়ে বাদী বিবাদির সৃষ্টি করে ফায়দা লুটছে সরকারি কর্মকর্তারা এমন অভিযোগও মিলছে অহরহ। জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের ¯œানঘাটা বাজারে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আসাদ উল্লাহর মাধ্যমে ব্যবসায়ী না হওয়া সত্ত্বেও সবুজ সিকদার, কামাল সরদার, আঃ ছাত্তার হাওলাদারসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিকে চান্দিনা ভিটি বরাদ্দ দেয়া হয়। যেখানে ইউনিয়ন ভূমি তহশিলদারদের পর্যন্ত কোন মতামত নেয়া হয়নি। কিন্তু চান্দিনা ভিটি বরাদ্দ পাওয়া ব্যক্তিরা পেশি শক্তি ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আসাদ উল্লাহর মদদে বরাদ্দকৃত জমি থেকেও ৩ থেকে ৪ গুণ বেশি জমি দখল করে পাকা ভবন নির্মাণ করেছে। এতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এনিয়ে বাজারের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফুল ইসলাম বলেন ‘বরাদ্দকৃত জমির চেয়েও তারা বেশি জমি দখল করেছে ঠিকই তবে এনিয়ে তাদের উপজেলা ভূমি অফিসে ডাকা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কালকিনিতে হাটবাজারের জমি দখল করছে প্রভাবশালীরা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ