Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেত্রকোনায় র‌্যালি ও সমাবেশ

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা

‘একটি দুঘর্টনা, সারা জীবনের কান্না’ ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ এই সেøাগানকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে গতকাল শনিবার জেলা শহরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা পরিষদ মার্কেটের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তেরী বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) খান মোহাম্মদ আবু নাসের, প্রধান উপদেষ্টা মতিউর রহমান তালুকদার, নিরাপদ সড়ক চাই নেত্রকোনা জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম লিটন, সহ-সভাপতি মোমেন চৌধুরী, সম্পাদক চঞ্চল সরকার, সহ-সাধারণ সম্পাদক ইকবাল কবীর, হিমেল খান মিল্কী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আহমেদ শরীফ মামুন, সংস্কৃতি সম্পাদক শিউলী আক্তার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নেত্রকোনায় র‌্যালি ও সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ