Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবিদের চিকিৎসায় সাহায্যের আবেদন

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক

পাঁচ মাস বয়সী ফুটফুটে শিশু আবিদুর রহমান। যে বয়সে খেলাধুলা ও দুষ্টুমিতে মেতে থাকার কথা, সে বয়সে জটিল রোগে আক্রান্ত হয়ে যন্ত্রণায় চটফট করছে। বর্তমানে ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপিকা ডাঃ রহিমা আক্তারের অধীনে চিকিৎসাধীন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে জানান, আবিদের বাল্বে দুটি ছিদ্রি রয়েছে, তাকে সুস্থ করতে অপারেশন জরুরি, এতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন। মাগুরা জেলার সদর উপজেলার শ্রীপুর গ্রামের দরিদ্র পরিবারের মরহুম হাবিবুর রহমানের ছেলে আবিদুর রহমান। আবিদের বাবা সিলেটে আলিয়া মাদ্রসার শিক্ষক ছিলেন। তিনি সিলেট থেকে ফেরার পথে নরসিংদীর বেলাবোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। নিকট আত্মীয় ও প্রতিবেশীর কাছে ধারদেনা করে এতদিন আবিদের চিকিৎসা চলছে। আবিদের বাবার পরিবারের পক্ষেও চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তাই আবিদের নানা হাফেজ মাওলানা আবদুল জাব্বার বাধ্য হয়ে সমাজের দানশীল, দয়াবান, ধনবান ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট নাতির চিকিৎসায় অর্থ সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা-
হাফেজ মাওলানা আবদুল জাব্বার
সঞ্চয়ী হিসাব নং- ০১৪১২০০৫৬৭৮৭
আল-আরাফা ইসলামী ব্যাংক লি.
ভিআইপি শাখা, নয়া পল্টন ঢাকা।
মোবাইল- ০১৯৩০৩৮৮১১২ (বিকাশ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবিদের চিকিৎসায় সাহায্যের আবেদন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ