Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লু ড্রিমের বিজ্ঞাপনে আসিফ ও চমক

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি হয়েছেন অভিনেতা কাজী আসিফ রহমান ও রুকাইয়া জাহান চমক। আধুনিক পোশাকের ব্র্যান্ড ব্লু ড্রিম-এর বিজ্ঞাপনে তাদের দেখা যাবে। ইয়াছিন আলী ও খালিদ হাসান রুমির যৌথ পরিচালনায় উত্তরায় বিজ্ঞাপনের দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। শিঘ্রই বিভিন্ন টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হবে। দেশীয় আধুনিক পোশাক ব্র্যান্ড ব্লু ড্রিম-এর সুনাম সারাদেশে ছড়িয়ে পড়–ক এমনটাই আশা করছেন নির্মাতা নির্মাতা ইয়াছিন আলী ও খালিদ হাসান রুমি। তারা বলেন, বিজ্ঞাপনটিতে রুকাইয়া জাহান চমক ও কাজী আসিফ রহমানকে নিয়ে কাজ করে আমরা খুব আনন্দিত। অভিনেতা আসিফ রহমান বলেন, বিজ্ঞাপনটির গল্প মূলত স্বামী-স্ত্রীর বিয়ে বার্ষিকীর আবেগ ও ভালবাসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমার বিপরীতে ছিলেন চমক। আশা করছি, এই বিজ্ঞাপনটি প্রচারের পর আমাদের জুটিকে সবাই পছন্দ করবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আসিফ ও চমক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ