পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে কাল খেলতে নামবে বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে ম্যাচটি হওয়ায় স্বাভাবিকভাবেই পিচের কথা উঠে আসছে। কারণ মিরপুরের উইকেট হলো মন্থর, বলে বাউন্স থাকে না। ফলে ব্যাটসম্যানরা কিছু করতে পারেন না। এখন দ্বিতীয় টেস্টে পিচ কেমন হবে এটি নিয়ে চলছে চিন্তা। বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক বলছেন ভালো উইকেট হলে ভালো হয়। কিন্তু পেশাদার ক্রিকেটার হিসেবে যে কোন পিচেই খেলতে হবে তাদের। পিচ নিয়ে কোন অজুহাত দেয়া ঠিক না। এ ব্যপারে আজ ম্যাচপূর্ববর্তী সংবাদসম্মেলনে তিনি বলেন,
‘এটা সবাই জানে, উপমহাদেশের ব্যাটসম্যানরা স্পিন ভালো খেলে। তাই এখানকার দলগুলোর বিপক্ষে স্পিন উইকেটে না খেলাটাই ভালো। কেবল আমি নই, বিশ্বের সব দলই তা–ই করবে। তাই আমার মনে হয়, ভালো ব্যাটিং উইকেটে খেলাটাই ভালো হবে।’
‘পেশাদার খেলোয়াড় হিসেবে উইকেটের অজুহাত কাম্য নয়। এটাতে আমি নিজেও একমত নই। যদি ধানখেতেও খেলতে দেওয়া হয়, পেশাদার খেলোয়াড় হিসেবে সেখানেও আপনাকে ভালো খেলতে হবে। এসব নিয়ে অজুহাত না দিয়ে জেতার জন্য আরেকটু পেশাদারিত্ব দেখালেই ভালো হয়।’
‘সবকিছু মিলেই কিন্তু পেশাদারিত্ব। নিয়মানুবর্তিতার বিষয় আছে, ভালোমতো অনুশীলন করা, নিয়মমাফিক কাজ করা, প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতার জায়গা বুঝে অনুশীলন করা—এগুলোও কিন্তু পেশাদারিত্বের ভেতরেই পড়ে। সবাই এ ক্ষেত্রে পেশাদার, কেউ হয়তো সফল হচ্ছে, কেউ হচ্ছে না।’