Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধকল কাটিয়ে বড় উত্থান পুঁজিবাজারে

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

সকালে দরপতন আর বিকেলে সূচকের উত্থানের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে লেনদেন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ৮৯ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ২৫৬ পয়েন্ট। সূচকের পাশাপাশি উভয় বাজারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন। ফলে গত মঙ্গলবার দরপতনের পর টানা দু’দিন উত্থান হলো পুঁজিবাজারে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বন্ড এক্সপোজার লিমিটের (পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা) বাইরে রাখা হবে। একইসঙ্গে বাজারদরের পরিবর্তে কস্ট প্রাইসের (ক্রয় মূল্য) ভিত্তিতে এক্সপোজার লিমিট গণনা করা হবে বলে গত মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ। একদিন পর গত বুধবার রাতে বাংলাদেশ ব্যাংকের পক্ষে থেকে সংবাদ মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক এ রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। দুই সংস্থার দুই রকম বক্তব্যে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়। বিনিয়োগকারীরা পড়েন দুটানায়।
এ খবরকে কেন্দ্র করে বড় দরপতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের মাত্র ১৫ মিনিটের মাথায় ডিএসইর প্রধান সূচক কমে ৭০ পয়েন্টের বেশি। ফলে দোটানায় পড়ে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি শুরু করেন। এ ধারা অব্যাহত ছিল সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এরপর বাজারে খবর ছড়িয়ে পড়ে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংক এবং বিএসইসিকে নিয়ে জরুরি বৈঠকে বসছে। পরবর্তীতে শেয়ারের দাম বাড়তে শুরু করে। যা অব্যাহত ছিল দিনের লেনদেনের বাকি সময় পর্যন্ত।

ডিএসইর তথ্য অনুযায়ী, বাজারে লেনদেন হওয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২০৮টির, কমেছে ১১৮টির। অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর প্রধান সূচক ৮৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট আর ডিএস-৩০ সূচক ৪৬ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪৫ কোটি ১৯ লাখ ৬ হাজার টাকা। গত বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ১০২ কোটি ৬১ লাখ ২৯ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক,পাওয়ার গ্রিড, ডেল্টা লাইফ, সোনালী পেপার, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও আইডিএলসি লিমিটেড।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ২৬৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ২৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৮৭টির। অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৫২ কোটি ১৯ লাখ ৩০ হাজার ৬৫৪ টাকা। একদিন আগে লেনদেন হয়েছিল ৫৪ কোটি ২৯ লাখ ৭২ হাজার ২৮২ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুঁজিবাজার

২৪ নভেম্বর, ২০২২
১০ নভেম্বর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৮ সেপ্টেম্বর, ২০২২
২২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ